Search
Close this search box.
Search
Close this search box.

চীনে টাইফুনের আঘাতে নিহত ৮৩

144চীনের পূর্বাঞ্চলের একটি প্রদেশে গ্রীষ্মমণ্ডলীয় শক্তিশালী একটি টাইফুনের আঘাতে ৮৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৯ জন। এ ঘটনায় প্রাদেশিক সরকারি ৩ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

চীনা বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এবিসি নিউজ।

chardike-ad

এবিসি নিউজ জানায়, গত ৯ জুলাই টুাইফুন ‘নেপার্টাক’ নামের একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝডে দেশটির পূবাঞ্চলের ফুজিয়ান প্রদেশের রাজধানীতে ফুজহুতে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি ভূপাতিত হয়। নেপার্টাকের সবচেয়ে মারাত্মক আঘাতটা বয়ে গেছে মিনিকুয়িং শহরের ওপর দিয়ে। এখানে ৭৩ জন নিহতের পাশাপাশি ১৭ জন নিখোঁজ রয়েছেন।

এছাড়া, ঝড়ে শহরের বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক সপ্তাহ আগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ে প্রদেশের প্রায় অর্ধ মিলিয়ন মানুষ বাস্তুহারা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।