Search
Close this search box.
Search
Close this search box.

 

childrens park
পার্কের সামনে সিউল সিটির শ্লোগান

সিউলের চিল্ড্রেস গ্রান্ড পার্ক। শিশুদের জন্য হলেও বড়দের কাছেও সমান জনপ্রিয় এই পার্ক। পার্কে গেলেই দেখা মিলবে হাজার হাজার তরুণ তরুণীর। ৫লাখ ৩০ হাজার স্কয়ার মিটারের এই পার্কে আছে দেখার মতো অনেক কিছুই। চিড়িয়াখানা, বোটানিকেল গার্ডেন ছাড়া বিভিন্ন ধরণের পারফর্মেন্স শো’র আয়োজন থাকে এই পার্কে। চিডিয়াখানাটা মূলত একটি ছোট পশুপাখির গ্রাম।

childrens park.jpg 2
চিল্ড্রেন্স গ্রান্ড পার্কের প্রবেশপথ

১৯৭৩ সালে স্থাপিত হওয়া এই পার্কে গরমের দিনে ওয়াটার প্লে গ্রাউন্ড থাকে ভিড়। হাজার হাজার মানুষ যান বিভিন্ন ধরণের রাইডস উপভোগ করতে। এছাড়া কালারফুল মিউজিক ফাউন্টেইন থাকে প্রায় সবসময়।

childrens park.jpg 2.jpg 3
শুধু পশু নয়, বিচিত্র অনেক ফুলেরও সন্ধান মিলবে এই পার্কে

পার্ক খোলা থাকে- বিকাল ৫টা থেকে রাত ১০টা

চিড়িয়াখানা-সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা (সামারে ৭টা)

chardike-ad

ফান ওয়ার্ল্ড- সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা

নেচার ওয়ার্ল্ড- সকাল ৯টা থেকে রাত ১০টা

 

প্রবেশ ফি –ফ্রি (বিভিন্ন রাইডের ক্ষেত্রে নির্দিষ্ঠ ফি আছে)

যেভাবে যাবেন– সিউল সাবওয়ে’র ৭ নাম্বার লাইনের এক্সিট ১।