বৃহস্পতিবার । জুন ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৮ অগাস্ট ২০১৬, ১২:১৯ অপরাহ্ন
শেয়ার

এইচএসসিতে পাসের হার ৭৪.৭০


HSC-result-1-1উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।

এরপর বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার সারাদেশে পাসের হার ৭৪.৭০ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।

এর মধ্যে কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৪.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯১২ জন।

 দিনাজপুর বোর্ডে পাসের হার ৭০.৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯৯ জন।

রাজশাহী বোর্ডে পাসের হার ৭৫.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭৩ জন।

চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৬৪.৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৫৩ জন।

যশোর বোর্ডে পাসের হার ৮৩.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৮৬ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৬৮.৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন।

বরিশাল বোর্ডে পাসের হার ৭০.১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭৮৭ জন।

কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.৫৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৮৭ জন।

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮.১৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪১৪ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। শেষ হয় ২২ জুন। সেই হিসাবে এবার ৫৬তম দিনে এ ফল প্রকাশ পেল।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ১৮ হাজার ৬শ’ ২৮ জন পরীক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ লাখ ৭৩ হাজার ৮শ’ ৮৪ জন শিক্ষার্থী। এ বছর ১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৪৪ জন বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।