বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৮ অগাস্ট ২০১৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশসহ ১৬টি দেশে রেমিটেন্স ফি কমিয়েছে উরি ব্যাংক


woori bankবাংলাদেশসহ ১৬টি দেশে রেমিটেন্স ফি কমিয়েছে কোরিয়ার অন্যতম প্রধান ব্যাংক উরি ব্যাংক। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রতি লেনদেনে আট হাজার উওন থেকে  কমিয়ে পাঁচ  হাজার উওন করা হয়েছে।

মোবাইলের মাধ্যমে ২৪ ঘন্টা রেমিটেন্সের এই সেবা ব্যবহার করা যাবে। এর আগে ১০টি দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে এই সেবা ছিল। নতুন যুক্ত হওয়া ৬টি দেশ হলো বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত এবং আরব আমিরাত।

 

al amin mridha 2

আল আমিন মৃধা