বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১১ সেপ্টেম্বর ২০১৬, ১২:১০ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় বিদেশী শিক্ষার্থী একলাখ ছাড়িয়ে


higher-study-in-koreaকোরিয়ায় অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা প্রথমবারের মত ১ লাখ ছাড়িয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৬২ জন যা গত বছরের তুলনায় ১৪.২ শতাংশ বেশি।

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই কোরিয়াতে বিদেশী ছাত্রছাত্রী বৃদ্ধিকে বিশ্বে কোরিয়ার ভূমিকা বৃদ্ধি পাওয়া হিসেবে অভিহিত করেছেন।

কোরিয়ায় পড়তে আসা বিদেশী শিক্ষার্থীদের মোট সংখ্যার অর্ধেকেরই বেশি চীনের (৬১.৭ শতাংশ)। এরপরেই অবস্থান ভিয়েতনাম (৫.৫ শতাংশ), মঙ্গোলিয়া (৩.৬ শতাংশ), আমেরিকা (২.৫ শতাংশ) এবং জাপান (২.৫ শতাংশ)। এছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকেও কোরিয়ায় উচ্চশিক্ষার জন্য আসা শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্দি পাচ্ছে।

বিদেশী ছাত্রছাত্রীদের ৬২ শতাংশই আসে আন্ডারগ্রাজুয়েটে পড়াশোনার জন্য। অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ২৭ শতাংশ মাস্টার্স এবং ১১ শতাংশ পিএইচডির ছাত্রছাত্রী। জুসন ইলবো অবলম্বনে।

 

al amin mridha 2

আল আমিন মৃধা