Search
Close this search box.
Search
Close this search box.

বছরে ছয়টি পারমাণবিক বোমা বানাতে সক্ষম উত্তর কোরিয়া

North Korea

উত্তর কোরিয়া বড় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনা চালাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ তাদের হাতে ২০টি পারমাণবিক বোমা বানাবার সরঞ্জাম মজুদ থাকবে। এর ফলে প্রতি বছর দেশটি ছয়টি করে পারমাণবিক বোমা বানাতে সক্ষম বলে জানিয়েছে পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের একটি দল।

chardike-ad

জাতিসংঘের ছয় দফা নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা থেমে থাকেনি। ওই বিশেষজ্ঞ দলের প্রধান সিগফ্রায়েড হেকার জানিয়েছেন, প্রতিবছর প্রায় ১৫০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া।

সোমবার ওয়াশিংটনের জন হপকিন্স ইউনিভার্সিটিরওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি লেখেন, ওই বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ফলে বছরে ছয়টি করে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা অর্জন করেছে দেশটি।

উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৩২ থেকে ৫৪ কেজি প্লুটোনিয়াম মজুদ রয়েছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান মিন-কু জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছে প্রায় ৪০ কেজি প্লুটোনিয়াম রয়েছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির প্রশ্নটি সামনে আসে গত সপ্তাহে তাদের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার পর। ওই পারমাণবিক পরীক্ষাটিকে তাদের পারমাণবিক পরীক্ষার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বলে মনে করছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়া আগে থেকেই দাবি করে আসছে, তারা পারমাণবিক বোমা বহনে সক্ষম মধ্যম পাল্লার ব্যালাস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছে। তবে উত্তর কোরিয়ার প্রকৃত পারমাণবিক সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: রয়টার্স।