Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়া নিয়ে কি বলছেন দুই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী

hil...

প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম পর্বের শাসন আমলে ক্ষমতায় থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পিয়ংইয়াং এর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার সমর্থন জানিয়েছেন। সেই সাথে হিলারি চীনকেও উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

chardike-ad

ক্লিনটন বলেন, “যুক্তরাষ্ট্র সবসময় উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি পরীক্ষার বিরোধিতা করে আসছে”।

হিলারি আরো বলেন, “যুক্তরাষ্ট্রের উচিত দক্ষিণ কোরিয়া ও জাপানে তাদের সামরিক সহায়তা আরো বৃদ্ধি করা”। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এমন যুক্তির বিরোধী।

প্রচারাভিযানের আগে ট্রাম্প বলেছিলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে সামরিক জোট সংশোধিত করা প্রয়োজন কারণ মিত্রদের প্রতিরক্ষা যুক্তরাষ্ট্রের জন্য ব্যয়বহুল।

হিলারি ট্রাম্পের এমন মতের বিরোধিতা করে গত শুক্রবার বলেছেন, “দক্ষিণ কোরিয়া ও জাপানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে”।

শুক্রবার ট্রাম্পরে এক প্রচারণায় বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমানবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা তেমন বড় কিছু নয়।

ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়ার পঞ্চম ক্ষেপণাস্ত্র পরীক্ষা হিলারির মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ের উত্তর কোরিয়া নীতির ব্যর্থতার আরেকটি ফল”।

সূত্রঃ ইউপিআই