অনলাইন প্রতিবেদক, ২৩ জুলাই ২০১৩:

প্রাপ্তবয়স্ক কোরিয়ানরা বছরে গড়ে ৩৩০ কাপ কফি পান করেন। কোরিয়ার কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়। মন্ত্রণালয় ২৫০০জন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উপর জরিপ চালিয়ে এই তথ্য পেয়েছে বলে দাবি করেছে।

chardike-ad

AEN20130721001300320_01_iরিপোর্ট থেকে জানা যায় কোরিয়াতে বছরে ১.২৬ ট্রিলিয়ন উওন (১.১২ বিলিয়ন ডলার) কফি বিক্রি হয়।

এছাড়া কোরিয়ার জনপ্রিয় স্ট্রিট ফুড তকপুক্কির (떡볶이) বাৎসরিক চাহিদা ৩০০ বিলিয়ন উওন, দুবু (두부) ৫৩০ বিলিয়ন উওন, রাইস কেক ৩৭১ বিলিয়ন উওন সমপরিমাণ বলে রিপোর্টে উল্লেখ করা হয়।