শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৫ অক্টোবর ২০১৬, ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ায় তাইফুন সাবা’য়  ৫জনের মৃত্যু 


 

saba-2

আজ দক্ষিণ কোরিয়ায় তাইফুন সাবা’য় ৫জনের নিহত এবং একজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। আজ বিকেলে উলসানে ৬০ বছর বয়সী একজন কোরিয়ানের লাশ উদ্ধার করে। তিনি তার এপার্টমেন্টের সামনে পানিতে পড়ে মারা যান। এর আগে সকালে বুসানে দুইজন নিহত হন।

saba-4বুসান, উলসান ছাড়াও সাবা সবচেয়ে বেশি আঘাত হেনেছে জেজু দ্বীপে। সকাল ১১টার দিকে জেজুতে দুইতলার ছাদ থেকে বাতাসে তীব্রতায় পিছলে মারা যান এক নারী। কোরিয়ান সংবাদ মাধ্যমগুলো সাবায় ব্যাপক ক্ষয়ক্ষতির আভাষ দিয়েছে।