দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মীরা শুক্রবার উত্তর কোরিয়া সীমান্তের ভেতরে কয়েক লাখ লিফলেট বিতরণ করেছে।
জাতিসংঘ অবরোধের তোয়াক্কা না করে পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রচেষ্টার প্রতিবাদ জানাতেই বিশাল আকারের বেলুনের সাথে বেঁধে এসব লিফলেট বিতরণ করা হয়।
উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করা মানবাধিকার কর্মী পার্ক সাং-হাক এএফপিকে বলেন, ‘পিয়ংইয়ংয়ের উস্কানিমূলক কর্মকা-ে প্রতিবাদ জানাতেই আমরা এসব বেলুন বিতরণ করি।
বিশাল আকারের বেলুনের সাথে বেঁধে কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্তে মোট তিন লাখ লিফলেট বিতরণ করা হয়। এসব লিফলেট নিতে উৎসাহিত করতে লিফলেটের সাথে দু হাজারটি এক ডলারের নোট গেঁথে দেয়া হয়।
উত্তর কোরিয়া এক সপ্তাহের মধ্যে মাঝারি পাল্লার দ্বিতীয় ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর একদিন পর এসব লিফলেট বিতরণ করা হলো।
