Search
Close this search box.
Search
Close this search box.

নোবেল পুরস্কার নিতে যাচ্ছেন না বব ডিলান

base_1477713357-base_1477050099-bob-dylanসাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান তার পুরস্কার গ্রহণ করতে সুইডেন যাচ্ছেন না। বুধবার সুইডিশ অ্যাকাডেমি এ কথা জানিয়েছে।

সুইডিশ অ্যাকাডেমি জানায়, বব ডিলানের কাছ থেকে তারা একটি চিঠি পেয়েছে। সেখানে ডিলান উল্লেখ করেছেন, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে তিনি থাকতে পারছেন না।

chardike-ad

তবে সুইডিশ অ্যাকাডেমি বব ডিলানের এ সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। প্রতিবছর ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।

এর আগে, গত ১৩ অক্টোবর সাহিত্যে নোবেল জয়ী ১১৩তম লেখক ও ২৫৯তম মার্কিনি হিসেবে বব ডিলানের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি। বব ডিলান ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তিনি রবার্ট অ্যালেন জিমারম্যান নামেও পরিচিত।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন তুঙ্গে সেই সময় বাঙালির জন্য, বাঙালির পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত সংগীত শিল্পী জর্জ হ্যারিসন ও রবি শংকরের সঙ্গে গান করেছিলেন ডিলান। সেই সময় মানবতার পক্ষে গেয়েছিলেন তিনি।