Search
Close this search box.
Search
Close this search box.

ভেঙ্গে পড়ার ঝুঁকিতে ইইউ

uuইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। এ সমস্যা সমাধানে ফ্রান্স ও জার্মানিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জার্মানির রাজধানী বার্লিনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক দশক ধরে ফ্রান্স ও জার্মানিকে অভিবাসী সংকট মোকাবেলা করতে হচ্ছে। ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব রয়েছে। একইসাথে ব্রেক্সিট, অভিবাসী ও সন্ত্রাসবাদ মোকাবেলার কারণে সংস্থাটি এমনিতেই চাপের মধ্যে রয়েছে।’

chardike-ad

তিনি আরো বলেন, ‘ইউরোপ ভেঙে পড়ার ঝুঁকির মুখে আছে। এক্ষেত্রে জার্মানি ও ফ্রান্সের বিশাল দায়িত্ব রয়েছে। দেশ দুটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থানে গতি সঞ্চার এবং নাগরিকদের উদ্বেগ নিরসনে কঠোর পরিশ্রম না করলে বিপদ থেকেই যাবে।’

সংকট মোকাবেলায় করপোরেট কর কমিয়ে ফ্রান্সকে অর্থনীতির ধারা অব্যাহত রাখতে হবে। অন্যদিকে জার্মানি ও ইইউকে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। আর এটা করতে পারলে প্রবৃদ্ধি বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।