Search
Close this search box.
Search
Close this search box.

এক বছরে দিগুণ রেমিটেন্স পাঠিয়েছে কোরিয়ার বাংলাদেশী প্রবাসীরা

অনলাইন প্রতিবেদক, ২৯ জুলাই, ২০১৩:

গত ২০১২-১৩ অর্থবছরে আগের বছরের চেয়ে দিগুণ রেমিটেন্স পাঠিয়েছে কোরিয়ার বাংলাদেশী প্রবাসীরা। যার পরিমাণ ৬১.৭৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরে অর্থাৎ ২০১১-২০১২ তে রেমিটেন্সের পরিমাণ ছিল ৩০.০৫ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ৪ বছর ধরে কোরিয়া থেকে রেমিটেন্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। তবে গত অর্থবছরে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে। উল্লেখ্য, ২০০৮-০৯ অর্থবছরে ১৮.৩৩ মিলিয়ন, ২০০৯-১০ অর্থবছরে ২০.৭৭ মিলিয়ন, ২০১০-১১ অর্থবছরে ২৩.৯৫ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশী প্রবাসীরা।

chardike-ad

south-korean-won২০০৮ সাল থেকে ইপিএসের মাধ্যমে কোরিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ শুরু হওয়ার পর থেকেই রেমিটেন্সের পরিমাণ বাড়তে থাকে। ইপিএসে কর্মী আসা অব্যাহত থাকলে রেমিটেন্সের পরিমাণ প্রতিবছর দ্রুতহারে বাড়বে বলেই ধারণা কোরিয়ার প্রবাসীদের।

মধ্যপ্রাচ্যে অস্থিরতা স্বত্বেও সেখানকার প্রবাসীদের পাঠানো রেমিটেন্সও প্রতি বছরই বাড়ছে। প্রবাসীদের পাঠানো অর্থই এখন অর্থনীতি অন্যতম চালিকাশক্তি হয়ে দাড়িয়েছে।