Search
Close this search box.
Search
Close this search box.

রোহিঙ্গাবাহী ১৩ নৌকা ফেরত

indonesia_-malaysia_-_myanmar_-_rohingya

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদের দুটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা মুসলমানদের বহনকারী ১৩টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত সময়ে নৌকাগুলো ফেরত পাঠানো হয়।

chardike-ad

বিজিবির ভাষ্য, নৌকাগুলোর প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে নৌকাগুলো বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল। ওই সময় বিজিবির টহল দল সীমান্তের শূন্যরেখা থেকেই নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়।বিজিবির এই কর্মকর্তা আরো জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিজিবির টহল জোরদার রয়েছে।মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বহু রোহিঙ্গা মুসলিম প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তাদের কেউ কেউ বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়লেও বেশির ভাগকেই মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে।