সোমবার । জুন ১৬, ২০২৫ । ১২:৩৮ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৫ জানুয়ারী ২০১৭, ৬:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত


in-300-iraq-syria-border-ma

ইরাকের মসুল শহরের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী অধ্যুষিত একটি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। চলতি সপ্তাহে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। খবর রয়টার্স।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মসুলের পশ্চিমাঞ্চলের আল জাদিদা এলাকায় আইএসের জ্যেষ্ঠ নেতা হারাবি আবদেল কাদেরের বাড়ি লক্ষ্য করে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ হামলায় হারাবি আবদেল কাদেরের পরিবারের কয়েকজন সদস্যসহ ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হন। তবে এ সময় ওই আইএস নেতা ভবনটিতে ছিলেন না বলে জানা গেছে।

এ হামলা মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী, নাকি ইরাকি বাহিনী চালিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা।

উল্লেখ্য, মসুলের টাইগ্রিস নদীর পশ্চিমাংশ এখনো আইএসের নিয়ন্ত্রণে। এটিই ইরাকে জঙ্গিগোষ্ঠীটির শেষ শক্ত ঘাঁটি। এছাড়া পূর্বাংশের পুরোটাই মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সহযোগিতায় ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে।