শনিবার । জুন ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৫ জানুয়ারী ২০১৭, ২:০৮ অপরাহ্ন
শেয়ার

দুই কোরিয়ার সামরিক শক্তির চিত্র


দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রধান দৈনিক ‘কোরিয়া হেরাল্ড’ দুই কোরিয়ার সামরিক শক্তির একটি তুলনামূলক চিত্র প্রকাশ করেছে।  কোরিয়া হেরাল্ডের তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ার ৬লাখ ২৫ হাজার সৈন্যের বিপরীতে উত্তর কোরিয়ার দ্বিগুণের বেশি ১২ লাখ ৮০হাজার সৈন্য রয়েছে। সামরিক শক্তির বেশিরভাগ সূচকেই উত্তর কোরিয়ার শক্তিশালী চিত্র দেখা যায়। কোরিয়া হেরাল্ডের চিত্রটি বাংলা টেলিগ্রাফের পাঠকদের জন্য দেওয়া হলো।

Àμâ