japan_222

জাপানে বিদেশী নাগরিকদের  রেসিডেন্সি স্ট্যাটাস হালনাগাদ করতে অনলাইনে আবেদনের সুযোগ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ সুযোগ কাজে লাগিয়ে ২০১৮ অর্থবছর থেকে জাপানে বসবাসরত বিদেশী নাগরিকরা তাদের বসবাসের মেয়াদ বাড়াতে পারবেন। ব্যবসায়িক দক্ষতার উন্নয়নে বিদেশী বিনিয়োগ বাড়াতে এসব পদক্ষেপ নিয়েছে জাপান সরকার। খবর জাপান টাইমস।

chardike-ad

এছাড়া জাপানে বিদেশী নাগরিকদের স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার যেসব বিধি-বিধান রয়েছে সেগুলো শিথিল করা হবে। একইসঙ্গে জাপানে বিদেশী ব্যবসা কোম্পানি প্রতিষ্ঠার পদ্ধতি সহজ করা হবে।

২০২০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শিনজো আবের সরকার জাপানে সরাসরি বিদেশী বিনিয়োগ লক্ষ্যমাত্রা ৩১ হাজার কোটি ডলার নির্ধারণ করেছে।