acting president

আগামীকাল দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং খিও আনের ফোনালাপ করবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এই নেতা ছাড়াও সৌদি আরব এবং আরব আমিরাতের নেতাদের সাথে কথা বলবে ট্রাম্প।

chardike-ad

ট্রাম্প নির্বাচিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং এর সাথে এইটাই হবে প্রথম ফোনালাপ। ট্রাম্প এই ফোনালাপের মাধ্যমে কি বার্তা দিবেন তা এখনো জানানো হয়নি দুই দেশের কোন পক্ষই। ট্রাম্প নির্বাচনী প্রচারণা কোরিয়ার সাথে নিরাপত্তা বিষয়ক চুক্তি এবং দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তির কড়া সমালোচনা করেছিলেন। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর কোরিয়ানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।