Search
Close this search box.
Search
Close this search box.

শিল্পকলা একাডেমিকে গ্র্যান্ড পিয়ানো দিলো দক্ষিণ কোরিয়া

piano-bg20170129210206

বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে গ্র্যান্ড পিয়ানো উপহার দিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় ঢাকার সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি হস্তান্তর করা হয়।

chardike-ad

এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বক্তব্য রেখেছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অহন সেওং-দু ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা কি-হেক সাং এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ।

সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি শিশু দল, পিয়ানো বাজাচ্ছেন তিমির নন্দী (ছবি: সংগৃহীত)উদ্বোধনী আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি গেয়ে শোনান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। তিনিই বাজিয়েছেন গ্র্যান্ড পিয়ানোটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি শিশু দল সমবেত কণ্ঠে পরিবেশন করে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতও গান গেয়ে শুনিয়েছেন।