dongtang shopping mall 2

খিয়ংদো প্রদেশের হোয়াসং সিটির একটি শপিং মলে আগুনে ৪জন নিহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আরো ১০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল এগারটায় এই দূর্ঘটনাটি ঘটে। সেখানকার স্থানীয় আগ্নিনির্বাপক বাহিনী ৭০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ৩জন পুরুষ এবং ১জন নারী নিহত হয়েছে বলে জানিয়েছে কোরিয়ার প্রধান সংবাদ সংস্থা ইয়নহাপ।

chardike-ad

দুর্ঘটনাস্থলের পাশে ৬৬ বিশিষ্ট দুইটি, ৬০তলা বিশিষ্ট একটি এবং ৫৫তলা বিশিষ্ট একটিসহ মোট চারটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে প্রায় ১,২৬৬টি পরিবার বসবাস করছে।