শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৮ ফেব্রুয়ারী ২০১৭, ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ নিয়ে কোরিয়ান ভাষায় রচনা প্রতিযোগিতা


16730652_10206686911131147_3249512578043471600_n

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে কোরিয়ান ভাষায় রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া। বাংলাকে ছড়িয়ে দিই প্রতিটি ভাষায় এই শ্লোগান নিয়ে এই রচনার প্রতিযোগিতার আয়োজন করেছে।

বিসিকে প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে রচনাটি ৩০০ শব্দের মধ্যে কোরিয়ান ভাষায় লিখে আগামীকাল ১৯ ফেব্রুয়ারীর মধ্যে পাঠাতে হবে। রচনার সাথে প্রতিযোগীর নাম, ঠিকানা ও ফোন নাম্বারসহ bckbangladesh@gmail.com এ পাঠাতে হবে।

নির্বাচিতদেরকে রচনা পত্রিকায় প্রকাশিত হবে এবং আগামী ২১ ফেব্রুয়ারী বিসিকে আয়োজিত ‘একুশে ভাষা র‍্যালী’ শেষে পুরস্কার প্রদান করা হবেন।