উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈমাত্রেয় ভাই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা উত্তর কোরীয় কূটনীতিক স্বেচ্ছায় পুলিশকে সহায়তা না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। মালয়েশীয় পুলিশ গতকাল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
কুয়ালালামপুরে নিযুক্ত ওই কূটনীতিকের নাম হিয়ন কিওয়াং সং। ৪৪ বছর বয়সী সং উত্তর কোরিয়া দূতাবাসের দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত।
সিলানগর রাজ্যের পুলিশপ্রধান আব্দুল সামাহ মাত বলেন, পুলিশকে সহায়তার জন্য ওই কূটনীতিককে যথেষ্ট সময় দেয়া হবে। সে সময়ের মধ্যে তিনি পুলিশকে সহায়তার জন্য এগিয়ে না এলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ওই ব্যক্তি যদি পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে মালয়েশিয়ার আইনানুযায়ী নোটিস ইস্যু করবে পুলিশ এবং তাকে তদন্তকারী দলের সামনে উপস্থিত হতে বাধ্য করা হবে। ওই নোটিস পেয়েও যদি তিনি উপস্থিত না হন, তাহলে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।