কুমিল্লার লাকসামে জাকির হত্যা মামলায় বাবা-মা ও তাঁদের তিন ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও শাহাপাড়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের সঙ্গে টুটুল শাহার আর্থিক লেনদেন নিয়ে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে ২০১০ সালে কথাকাটাকাটির একপর্যায়ে টুটুলের পরিবারের সদস্যরা জাকিরকে মারধর করে। এতে গুরুতর আহত হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই এরশাদ মিয়া বাদী হয়ে টুটুল শাহকে প্রধান আসামি করে আটজনের নামে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত করে ২০১১ সালের ৮ মার্চ তিনজনের নাম বাদ দিয়ে পাঁচজনের নামে অভিযোগপত্র আদালতে জমা দেয়।
এ ব্যাপারে সরকারি কৌঁসুলি (পিপি) আবু তাহের জানান, নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে চতুর্থ আদালতের বিচারক নুরুন্নাহার বেগম শিউলি মামলার প্রধান আসামি টুটুল সাহা, তাঁর বাবা বাবুল সাহা, মা গীতারানী সাহা, ভাই মিঠুন সাহা, শিমুল সাহাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেন।