masবাংলাদেশ দল এখন শততম টেস্ট খেলছে। এই টেস্টের ফলাফল কী হবে, তা নিয়ে যত ভাবনা ক্রিকেট-প্রেমীদের। এরই মধ্যে অনেকটা নীরবে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়ে গেছেন মাশরাফি বিন মুর্তাজার নেতৃত্বে ওয়ানডে দলের চার ক্রিকেটার।

শনিবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেন মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, নুরুল হাসান সোহান ও সানজামুল ইসলাম।

chardike-ad

এই চার ক্রিকেটার যোগ দেওয়ার পর টেস্ট শেষে দেশে ফিরবেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মুমিনুল হক।

আগামী ২৫ মার্চ ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ম্যাচ হবে ২৮ মার্চ। প্রথম দুটি ম্যাচ দিবা-রাত্রির। ১ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে কলম্বোতে হবে।

বাংলাদেশ ওয়ানডে দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।