Search
Close this search box.
Search
Close this search box.

জুলাইয়ে এসেছে ১২৩ কোটি ডলারের রেমিটেন্স

সিউল, ৫ আগষ্ট ২০১৩:

ঈদ সামনে রেখে জুলাই মাসে ১২৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। গত অর্থবছরের শেষ দুই মাস মে ও জুনে রেমিটেন্স প্রবাহ সামান্য কমে এলেও চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম মাসে তা আবার বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহা ব্যবস্থাপক কাজী সাইদুর রহমান জানান, ঈদ সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবারের কাছে বেশি টাকা পাঠাচ্ছেন। এ কারণেই রেমিটেন্স প্রবাহ বেড়েছে।

chardike-ad

রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভও বেড়েছে বলে জানান তিনি। সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১৫ দশমিক ৬৮ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

images (3)বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ২০১২-১৩ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি।

২০১১-১২ অর্থবছরে ১২ দশমিক ৮৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে আসে। গত জুন মাসে প্রবাসীরা ১০৫ কোটি ৭৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। মে মাসে আসে ১০৮ কোটি ৭২ লাখ ডলার। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে গত অর্থবছরের অক্টোবর মাসে; ১৪৫ কোটি ৩৭ লাখ ডলার। আর জানুয়ারি মাসে আসে ১৩২ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে ২০১০-১১ অর্থবছরের জুলাই মাসে ৮৫ কোটি ৭০ লাখ ডলার এবং ২০১১-১২ অর্থবছরের একই সময়ে ১০১ কোটি ৫০ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। আর ২০১২-১৩ অর্থবছরের জুলাইয়ে রেমিটন্স আসে ১২০ কোটি ১১ লাখ ডলার। সুত্রঃ বিডিনিউজ.২৪কম