Search
Close this search box.
Search
Close this search box.

অল্পের জন্য রক্ষা পেলো এয়ার ইন্ডিয়ার ১৫২ যাত্রী

air-indiaবড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী প্লেন। পুনে বিমানবন্দরে অবতরণের সময় ভারতের জনপ্রিয় বিমান সংস্থাটির এয়ারক্র্যাফটি রানওয়ে থেকে ছিঁটকে পড়ে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে। তবে দিল্লি থেকে আসা এআই ৮৪৯ ফ্লাইটটিতে থাকা ১৫২ জন যাত্রীর কোনো ক্ষতি হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় জরুরি এক্সিট পয়েন্ট দিয়ে যাত্রীদের সবাই নিরাপদে বের হয়ে যান। প্লেনটি রানওয়ে থেকে ২৫ মিটার দূরে ছিঁটকে পড়ে। পরে রানওয়ে ছাড়িয়ে চলে যাওয়া প্লেনটি পিছিয়ে রানওয়েতে এসে পার্কিং জোনে যেতে সক্ষম হয়। এ দুর্ঘটনার পর কমপক্ষে ১০ টি প্লেনের ওঠানামায় বিঘ্ন সৃষ্টি হয়। যা স্বাভাবিক হতে প্রায় ঘণ্টা-দুয়েক লেগে যায়।

chardike-ad

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুনে থেকে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে চলাচল ছাড়াও প্রতিদিন কমপক্ষে চারটি আন্তর্জাতিক রুটে প্লেন ওঠা-নামা করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস