Search
Close this search box.
Search
Close this search box.

জমির ‘নির্ধারিত মূল্য’ থাকছে না

pre-budget-discussionজমি কেনা-বেচায় সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্য পদ্ধতি আর থাকছে না। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা পাচার রোধে আগামী ২০১৭-১৮ সালের বাজেটে জমির নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ শনিবার সচিবালয়ে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

chardike-ad

বৈঠকে ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত।

অর্থমন্ত্রী বলেন, জমি কেনাবেচায় প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত না হওয়ায় রেজিস্ট্রেশনের সময় জমির মূল্যের বড় একটি অংশ গোপন করে সংশ্লিষ্টরা কালো টাকার মালিক হচ্ছেন।

তিনি বলেন, জমি কেনাবেচায় অপ্রদর্শিত অর্থই কালো টাকার অন্যতম উৎস। পরবর্তীতে এ কালো টাকা তারা বিদেশে পাচার করে। তা্ই পাচার বন্ধে আগামী বাজেটে জমির সর্বনিম্ন নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে দেওয়া হবে ।

এছাড়া লিখিত প্রস্তাবনায় বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও কর্মমুখী শিক্ষায় বরাদ্দ বাড়ানো, বিদেশি কর্মীদের আয়ে কর বাড়ানো ও মনিটরিং জোরদার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে আরও গতিশীল করা,অর্থ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা, রেমিট্যান্স প্রবাহে গতি ফেরানো,দ্রুত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন,নৌপথ ও রেলপথের পুনরুজ্জীবনে কার্যকর পদেক্ষেপ নেওয়ার দাবি জানায় ইআরএফ ।