Search
Close this search box.
Search
Close this search box.

কিম হত্যার চক্রান্তকারীদের চায় উত্তর কোরিয়া

kim
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা মিলে নেতা কিম জং-উনকে হত্যার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করার পর এবার এ চক্রান্তে জড়িত সন্দেহভাজনদের হস্তান্তরের দাবি জানিয়েছে উত্তর কোরিয়া।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চররা উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে জৈব রাসায়নিক অস্ত্র দিয়ে হত্যার ষড়যন্ত্র করছে বলে গত সপ্তাহে অভিযোগ করেছিল দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়। আবারও তারা একই অভিযোগ তুলে সন্দেহভাজনদের হস্তান্তরের দাবি জানাল।

chardike-ad

চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানায়, উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী হান সং রয়ল পিয়ংইয়ংয়ে বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদেরকে বলেছেন, “কেন্দ্রীয় কৌঁসুলির কার্যালয় ওই সমস্ত অপরাধীদের হস্তান্তরের অনুরোধ জানাবে এবং সংশ্লিষ্ট আইনের আওতায় তাদের বিচার করবে। ”

হান বলেন, উত্তর কোরিয়া সরকার সব সন্ত্রাসীকে খুঁজে বের করবে এবং নিমর্মভাবে তাদের নির্মূল করবে। কিন্তু উত্তর কোরিয়া ষড়যন্ত্রে জড়িত কয়জনকে খুঁজছে, তারা কে বা কোথায় আছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি।

তবে সিনহুয়া জানিয়েছে, উত্তর কোরিয়া বিশ্বের প্রতিটি কোণ থেকে একজনকে হলেও খুঁজে বের করতে বদ্ধপরিকর।

সিআইএ কিংবা হোয়াইট হাউজ এখনও উত্তর কোরিয়ার নেতা কিম জন-উনকে হত্যার ষড়যন্ত্র নিয়ে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়ের দাবির ব্যাপারে কোনও মন্তব্য করেনি। ওদিকে, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।