Search
Close this search box.
Search
Close this search box.

বিমান ভ্রমণের ওপর ভ্যাট দ্বিগুণ হচ্ছে

biman-bangladeshবিমান ভ্রমণের ওপর ভ্যাটের হার দ্বিগুণ হচ্ছে। আরোপিত ভ্যাট এয়ারলাইন্সগুলো টিকিটের সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ কথা জানিয়েছেন।

তবে দেশের অভ্যন্তরে ও সার্কভুক্ত দেশ ভ্রমণে টিকিটের ওপর বিদ্যমান ভ্যাট অপরিবর্তিত থাকছে।

chardike-ad

সার্কভুক্ত দেশ ছাড়া এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাটের হার ১ হাজার টাকার পরিবর্তে ২ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে। আর ইউরোপ, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে দেড় হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা ভ্যাট আরোপ করার কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে।