Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা: নিন্দা করল রাশিয়া

russiaউত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞার কবলে পড়া নয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান। এছাড়া, রাশিয়ার তিন নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আজ (শুক্রবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন এ পদক্ষেপের কারণে আমেরিকা ও রাশিয়ার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, অব্যাহতভাবে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ দুর্ভাগ্যজনক এবং মার্কিন এই উসকানি দুঃখজনক ছাড়া আর কিছু নয়।

chardike-ad

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভও নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছেন। তিনি বলেছেন, কোনোকিচছু বড় মনে দেখতে না পারার কারণে আমেরিকা এ ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। এর আগে গতকাল মার্কিন সরকার বলেছিল, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যারা সমর্থন ও অর্থ যোগাবে তাদের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে। তার একদিন পরই নতুন নিষেধাজ্ঞা আরাপ করল ওয়াশিংটন।