Search
Close this search box.
Search
Close this search box.

সমকামী প্রধানমন্ত্রী পাচ্ছে আয়ারল্যান্ড

leo-vardakarআয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হচ্ছেন লিও ভারাদকার। ৩৪ বছর বয়সী ভারাদকার দেশটির সবকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ভারাদকার প্রকাশ্যেই ঘোষনা দিয়েছিলেন, তিনি একজন সমকামী। খবর বিবিসি।

শুক্রবার ফাইন গেইল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন লিও। ভারাদকার তার প্রতিদ্বন্দ্বী গৃহায়ণ মন্ত্রী সিমন কোভেন্সিকে ৬০ শতাংশ ভোটে পরাজিত করে জোটনেতা হয়েছেন। আগামী ১৩ জুন দেশটির পার্লামেন্টের অধিবেশন বসবে। ওইদিনই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

chardike-ad

বর্তমান প্রধানমন্ত্রী এন্ডা কেনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২০০২ সাল থেকে তিনি এই দায়িত্বে আছেন।

উল্লেখ্য, লিও ভারাদকার ভারতীয় বংশোদ্ভূত। তার জন্ম ডাবলিনে। তার বাবা ভারতীয় এবং মা আইরিশ।