Search
Close this search box.
Search
Close this search box.

এবার উত্তর কোরিয়ার কাছে মার্কিন সুপারসনিক যুদ্ধবিমানের মহড়া

bomber-airউত্তর কোরিয়ায় নির্যাতনের পর মার্কিন ছাত্রের মৃত্যুর পরে নতুন করে উত্তেজনা সঞ্চার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির। এবার তাই উত্তর কোরিয়াকে এবার আরও বড় হুমকি দিল আমেরিকা।

কোরিয়া উপকূলের দিকে ছুটে গেল আমেরিকার সুপারসনিক বম্বার যুদ্ধবিমান। শক্তি প্রদর্শন করতেই আমেরিকা এই বম্বার পাঠিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

chardike-ad

উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা এখন যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সে কারণেই পেন্টাগনের নির্দেশে পাঠানো হয় এই বম্বার। চলতি বছরে একাধিকবার বি-১বি বম্বার উত্তর কোরিয়ার দিকে পাঠিয়েছে আমেরিকা।

উত্তর কোরিয়ায় মার্কিন ছাত্রের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পরেই এই বম্বার পাঠাল আমেরিকা। তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটা একটা রুটিন এক্সারসাইজ।

মার্কিন সামরিক সূত্রের দাবি ওই বোমারু বিমান জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলাদা আলাদাভাবে দুটি মহড়া করেছে। অন্যদিকে, এক এক করে তিনটি বিমানবাহী রণতরী কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন করেছে আমেরিকা।

এক অঞ্চলে একই সঙ্গে মার্কিন তিন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা খুবই বিরল বলে মার্কিন সংবাদ সূত্রে জানা যাচ্ছে।