Search
Close this search box.
Search
Close this search box.

কাতারে প্রতিদিন ১১শ’ টন খাদ্য পাঠাচ্ছে ইরান

qatarকাতার সংকটে প্রথম থেকেই দেশটির পাশে দাড়িঁয়েছে ইরান। আর তারই ধারাবাহিকতায় কাতারে প্রতিদিন ১১শ’ টন খাদ্য পাঠাচ্ছে ইরান। এসব খাদ্যের মধ্যে বেশিরভাগই থাকছে তাজা শাকসবজি ও ফলমূল। ইরানের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি বন্দর থেকে এসব খাদ্য কাতারে নেয়া হচ্ছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মাদ মেহেদি বোনচারি এ তথ্য জানিয়েছেন।

chardike-ad

এ ব্যাপারে তিনি জানান, দায়ের, বোলখেইর ও জেনাভে বন্দরের মাধ্যমে এসব খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে। মেহেদি বোনচারি আরো জানান, কাতারের সঙ্গে বুশেহর প্রদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক ছিল আর সেই সম্পর্ককে ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন অবরোধের দিনগুলোতে কাতারে খাদ্য পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে প্রতিবেশী সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর ছাড়াও আরো কয়েকটি দেশ ‘সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার’ অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সাথে অবরোধ আরোপ করা হয় স্থল, সমুদ্র ও আকাশপথের পথেও। এ অবস্থায় ব্যাপক খাদ্য সংকটে পড়ে কাতার।