Search
Close this search box.
Search
Close this search box.

“উত্তর কোরিয়াকে ক্ষতিপূরণ দেয়া উচিত”

monদক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, উত্তর কোরিয়া যদি তার পরমাণু কর্মসূচি অস্থয়ীভাবে বন্ধ করার দাবি মেনে নেয় তাহলে সিউল এবং ওয়াশিংটনের উচিত পুরোপুরি বন্ধের আগে পিয়ংইয়ংকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া।

আমেরিকা সফরে রওয়ানা দেয়ার আগ মুহূর্তে প্রেসিডেন্ট মুন জে-ইন এ কথা বলেন। তিনি আরো বলেন, কোরীয় উপদ্বীপে উত্তেজনা আর না বাড়ানোর পদক্ষেপ হিসেবে কিছু শর্তসাপেক্ষে উত্তর কোরিয়ার সঙ্গে সিউল এবং ওয়াশিংটনের সংলাপে বসা দরকার।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, “পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর পরীক্ষা চালানো থেকে পিয়ংইয়ংয়ের বিরত থাকা উচিত এবং পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে সংলাপে বসার আগে পিয়ংইয়ংকে এ নিয়ে প্রতিশ্রুতি দিতে হবে। তিনি পরমাণু কর্মসূচি স্থগিত রাখার বিষয়টিকে মৌলিক পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে উত্তর কোরিয়ার বিষয়ে তুলনামূলক নরম অবস্থান নিতে দেখা যাচ্ছে। এর আগে, গত শনিবার উত্তর কোরিয়াকে শীতকালীন অলিম্পিকে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং প্রদেশে এ আসর বসবে।