fatman৩২ বছর বয়সী জুয়ান পেড্রো ফ্র্যাঙ্কোর ওজন ৪২০ কেজি। সম্প্রতি ১৭৫ কেজি ওজন কমালেও তিনিই এখন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ।

মেক্সিকোর অগাসক্যালিয়েনটেসের বাসিন্দা জুয়ান গত ৯ মে বাইপাস সার্জারির মাধ্যমে তার এই ওজন কমান। এ জন্য কয়েক মাস ধরেই তিনি ডায়েটে ছিলেন। সে সময় গণমাধ্যম তিনি বলেছিলেন, ‘নতুন বছরে (২০১৭) সবার জন্য চমক রয়েছে। আমার ওজন অর্ধেকে নামিয়ে আনবো।’

chardike-ad

জুয়ান পেড্রোর চিকিৎসক জোসে ক্যাস্তানেদা ক্রুজ জানান, জুয়ান ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও ফুসফুস সমস্যায় আক্রান্ত। স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য তার ওজন আরো হ্রাস করা জরুরি।