Search
Close this search box.
Search
Close this search box.

কানাডার ১৫০তম জন্মদিনে বাংলা সিনেমা

canada-bangla-filmকানাডার ১৫০তম জন্মদিন উপলক্ষে ‘মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দুটি বাংলা সিনেমা প্রদর্শিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টরন্টোর উডসাইড মল সিনেমা হলে টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে সাইফুল ওয়াদুদ হেলালের ডকুমেন্টারি ফিল্ম ‘ঝলমলিয়া’ ও রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ চলচ্চিত্র দুটি দেখানো হয়।

এর আগে টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুলের সভাপতিত্বে বাঙালি অধ্যুষিত বিচেস ইস্ট ইয়র্ক এলাকার এমপি আর্থার পটস মোমবাতি জ্বালিয়ে তিনদিনের এ উৎসবের উদ্বোধন করেন।

chardike-ad

ফেস্টিভ্যালের দ্বিতীয় ও তৃতীয় দিনে (১ ও ২ জুলাই) প্রতিদিন স্থানীয় সময় দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত চলচ্চিত্র প্রদর্শিত হবে। ডেনফোর্থের মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে এ চলচ্চিত্র প্রদর্শনী সব দর্শকদের জন্য উন্মুক্ত বলে আয়োজকরা জানিয়েছেন।

উৎসবের উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খোকন, ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক, সৈয়দ গফ্ফার, আহমেদ হোসেন, রেজা অনিরুদ্ধ ও সোলামায়ন তালুত।