Search
Close this search box.
Search
Close this search box.

টয়লেটে বসে স্মার্টফোনে খবর পড়েন ৩২% মানুষ!

smartphoneবিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা। একইসঙ্গে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমের সংখ্যাও বেড়ে চলেছে।

পাঠক সংখ্যা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলোও অনলাইনে সংবাদ প্রচার করছে। আর তাদের প্রচারিত সংবাদ প্রতি মুহূর্তে পেতে দিন-রাত ২৪ ঘণ্টা অনলাইনে থাকেন এমন মানুষের সংখ্যা কম নয়। কাজের ফাঁকে, জগিং করার সময়, খাওয়ার সময় স্মার্টফোনের সাহায্যে বিশ্বকে প্রতি মুহূর্তে নজরে রাখেন অনেকেই।

chardike-ad

সম্প্রতি এক জরিপে দেখা গেছে, সর্বশেষ তথ্য জানতে টয়লেটেও স্মার্টফোন ব্যবহার করেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। সকালে, দুপুরে বা রাতে টয়লেটে বসে খবর পড়েন তারা। এর সংখ্যা নেহায়েত কম নয়। খবর পড়ার সবচেয়ে জনপ্রিয় জায়গার তালিকায় তিন নম্বরে রয়েছে টয়লেট।

রয়টার্স ইনস্টিটিউট পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, ৪৬ শতাংশ মানুষ নিজেদের শোবার ঘরে বসে স্মার্টফোনে খবর পড়েন। গণপরিবহনে বসে খবর পড়ার এই হার ৪২ শতাংশ। আর টয়লেটে বসে স্মার্টফোনে খবর পড়েন ৩২ শতাংশ মানুষ।

বিশ্বের ৩৬ দেশের ৪০ হাজার ৪৬৪ ব্যক্তির উপর এই জরিপ পরিচালনা করে রয়টার্স ইনস্টিটিউট।