Search
Close this search box.
Search
Close this search box.

১৪৪৪ ইরাকির নির্বাসন আটকে দিল মার্কিন আদালত

Iraqযুক্তরাষ্ট্র থেকে ১ হাজার চারশ ৪৪ ইরাকি নাগরিকের নির্বাসনের আদেশ আটকে দেয়া হয়েছে। সোমবার মিশিগানের একটি কেন্দ্রীয় আদালত ওই আদেশ দেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন মার্কিন সিভিল লিবার্টিজ ইউনিয়ন লয়ারস ইরাকিদের দেশে ফেরত না পাঠানোর অনুরোধ করে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করে। খবর রয়টার্সের।

আইনজীবীরা আদালতকে বলেন, ইরাকের এসব অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হলে, তারা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় নির্যাতন ও হয়রানির শিকার হতে পারেন। জেলা জজ মার্ক গোল্ডস্মিথ আইনজীবীদের যুক্তি আমলে নিয়ে নির্বাসনের আদেশ স্থগিত করে দেন।

chardike-ad

বিচারক জজ মার্ক গোল্ডস্মিথ বলেন, এই আদেশের ফলে নির্বাসনের হুমকিতে পড়া ইরাকি নাগরিকদের কেন্দ্রীয় আদালতে আইনি লড়াইয়ের সুযোগ করে দিল। অবশ্য মার্কিন প্রশাসন ইরাকি নাগরিকদের বিরুদ্ধে নির্বাসনের নির্দেশ দেয়ার পর আইনি লড়াই করতে তাদের বেশ ভোগান্তি পোহাতে হয়েছে।

নির্বাসনের আদেশ দেয়ার পর একশ ৯৯ জনকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের অনেকের বিরুদ্ধেই মাদক চোরাচালন ও অবৈধ অস্ত্র রাখার দায়ে বেশ কিছু অভিযোগ রয়েছে।