probasiপণ্য নয়, ট্রাকভর্তি অভিভাসন প্রত্যাশী। ক্লান্ত কিন্তু জীবিত। ট্রাকের সবার ভাগ্য সহায় ছিলো না। ১০ জন প্রাণ হারিয়েছেন, অনেকেই অসুস্থ।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ১৮ চাকার ট্রাকে অভিবাসী পাচারের সময়ের এ ঘটনা। নিয়মিত ঘটনাপ্রবাহের এটি সবশেষ উদাহরণ। হতাশাজনক পরিস্থিতি থেকে পালাতে প্রতিনিয়তই এমন ঝুঁকি নিচ্ছে মেক্সিকোর মানুষ।

chardike-ad

বেঁচে যাওয়া অভিবাসী আডান লারা ভেগা বলেন, ওখানে বাতাস ছিলো না। আমাদেরকে পানিও খেতে দেয়া হয়নি। আমার কোনো চাকরি ছিলো না। ওখানে খুব কষ্ট হচ্ছিলো। এ কারণেই এমন সিদ্ধান্ত।

একটি যন্ত্রণাদায়ক যাত্রা। ঠাসাঠাসি করে প্রায় বায়ুশূণ্য ট্রাকে। এই ঝুঁকির মূল্য জীবনের চেয়েও বেশি? সূত্র: ডিডাব্লিউ