Search
Close this search box.
Search
Close this search box.

মাত্র দুই লাখ টাকার জন্য সব হারালেন নওয়াজ শরিফ

nawaz-sharifমাত্র দু’লাখ ১৯ হাজার ৫২৮ টাকা। হ্যাঁ, মাত্র এই টাকার জন্যই প্রধানমন্ত্রিত্ব, মর্যাদা- সব হারালেন পাকিস্তানের অন্যতম ধনী নওয়াজ শরিফ। পানামাগেট কেলেঙ্কারিতে শুক্রবার সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেছে। ফলে তিনি পদত্যাগ করেছেন। তিনি কি দুর্নীতি করেছেন? সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু তা বলেনি। প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ৫ সদস্যের বেঞ্চ বলেছেন, নওয়াজ শরিফ আদালত, পার্লামেন্টের কাছে সত্য কথাটি প্রকাশ করেননি। এ কারণেই তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অযোগ্য।

২০০৬ সাল থেকে ২০১৪ সালের ২০ এপ্রিল পর্যন্ত তিনি দুবাইভিত্তিক জুবেল আলী ফ্রি জোন অথোরিটির চেয়ারম্যান ছিলেন। এই পদে থাকার কারণে তিনি বেতন মাসে ১০ হাজার দিরহাম (বাংলাদেশী মুদ্রায় ২,১৯,৫২৮ টাকা ৪৬ পয়সা)। ২০১৩ সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। তারপরও কিছুদিন তিনি বেতন পেয়ে আসছিলেন। এই তথ্যটি তিনি নির্বাচনী হলফনামায় জানাননি। পার্লামেন্টে প্রকাশ করেননি। তার আইনজীবী সুপ্রিম কোর্টেও প্রকাশ করেননি। এই কারিগরি ভুলই কাল হয়ে দাঁড়ায় নওয়াজের। আদালত তাকে সরিয়ে দিল।

chardike-ad