north-koreaউত্তর কোরিয়ার যুদ্ধ সংক্রান্ত তৎপরতা থেকে রক্ষার জন্য দক্ষিণ কোরিয়ার নিজস্ব পরমাণু বোমা থাকা দরকার বলে মনে করছে সিউল। রাজনীতি সংক্রান্ত মার্কিন সংবাদপত্র এবং ওয়েবসাইট ‘দি হিল’ এ খবর দিয়েছে।

এতে আরো বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের মার্কিন পদক্ষেপকেও পর্যাপ্ত মনে করছে না সিউল। দক্ষিণ কোরিয়ার কেউ কেউ এখন মনে করছেন, প্রতিরক্ষার জন্য সিউলের অস্ত্র ভাণ্ডারেও পরমাণু অস্ত্র থাকা প্রয়োজন।

chardike-ad

গত শুক্রবার উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর সিউলের এ মনোভাব জোরদার হয়েছে। এ নিয়ে ২০১৭ সালের মধ্যে ১৪ দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পিয়ংইয়ং। জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।