Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার আকাশে উড়ল মার্কিন বোমারু বিমান

southkoreaদক্ষিণ কোরিয়ার আকাশ দিয়ে মার্কিন দুই বি-১ বোমারু বিমান উড়েছে। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ দুই বিমান দেশটির আকাশে ওড়ানো হয়েছে।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমান বাহিনীর আওতাভুক্ত বিমান দু’টি গুয়ামের অ্যান্ডারসন বিমান ঘাঁটি থেকে যাত্রা শুরু করে। পরে এ দুই বিমানের সঙ্গে যুক্ত হয় জাপান ও দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান বহর। বিমান দু’টি কোরিয় উপদ্বীপের উপর দিয়ে এবং দক্ষিণ কোরিয়ার ওসান বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়ছে।

chardike-ad

বিমান দু’টির ১০ ঘণ্টার মিশনে আকাশ যুদ্ধ কেন্দ্রিক বিন্যাস এবং গতিরোধের অনুশীলন করা হয়।