Search
Close this search box.
Search
Close this search box.

আরও দুই হজ ফ্লাইট বাতিল

hajj-flightবিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দুইটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। জান গেছে ভিসা জটিলতায় ও হজযাত্রী সংকটের কারণে ফ্লাইট দুইটি বাতিল করা হয়। এর আগে গত শনিবার এবং রোববার যাত্রার জন্য নির্ধারিত বাংলাদেশ বিমানের ৩টি হজ ফ্লাইট বাতিল হয়।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটের সিডিউল হজ ফ্লাইট বিজি-৩০২৯ ও মঙ্গলবার ভোর ৪টা ৫৫ মিনিটের ফ্লাইট বিজি-৩০৩১ বাতিল করা হয়েছে।

chardike-ad

এদিকে এই জটিলতায় সব মিলিয়ে বিমানের মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হলো। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, অনেক হজযাত্রীর ভিসাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হয়নি। এই জন্য নির্ধারিত ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করতে পারছেন না। ফলে ফ্লাইটে হজযাত্রী সংকট দেখা দিয়েছে। এই কারণে ফ্লাইট বাতিল হয়েছে।

তিনি বলেন, এসব ফ্লাইটের হজযাত্রীদের ভিসা জটিলতা সহসা কাটলে অন্য ফ্লাইটে তাদের পাঠানো হবে।

উল্লেখ, গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের প্রাক-হজ ফ্লাইট শুরু হয়। ওই দিন সকালে সরকারি ব্যবস্থাপনায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট।