Search
Close this search box.
Search
Close this search box.

প্রশিক্ষণ নিতে কোরিয়ায় পৌঁছেছে রাইডাররা

৭ সেপ্টেম্বর, ২০১৩:


আর্ন্তজাতিক সাইক্লিং ইউনিয়ন ও কোরিয়ান সাইক্লিং ফেডারেশনের যৌথ উদ্দ্যোগে আর্ন্তজাতিক মান সম্পন্ন সাইক্লিং প্রশিক্ষণ ক্যাম্প 2nd Camp of World Cycling Center Korea Satellite (WCC-KS) in Korea আগামী ২০ অক্টোবর পর্যন্ত কোরিয়ায় অনুষ্ঠিত হবে।

408e92bd91d8857ae9f10dc96ea581aaউল্লেখিত প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য কোরিয়ান সাইক্লিং ফেডারেশন এর আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এর ১ জন কোচ ও ২ জন রাইডার ইতিমধ্যে কোরিয়ায় পৌঁছেছেন। এই প্রশিক্ষণ দলে রয়েছে জাহিদ চৌধুরী সুমন (কোচ), ইফতেখার আলম রিফাত (রাইডার) ও মোঃ আজিজুর রহমান (রাইডার)।

chardike-ad