Search
Close this search box.
Search
Close this search box.

মুসলিম পুলিশ ও হিন্দু সেনার ছবি নিয়ে তোলপাড়

india-muslim-armyমাঝে মাঝে একটি ছবিই যেন সব কথা বলে দেয়। এমনই এক ছবি বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক পুলিশ সদস্য বসে রয়েছে, এবং তার পাশে এক সেনা দাঁড়িয়ে রয়েছে। সূত্রের খবর, ভারিতের সিআরপিএফের শ্রীনগর সেক্টরের একটি টুইটার পেইজে এই ছবিটি শেয়ার করা হয়। ছবির নিচে লেখা রয়েছে, শান্তির জন্য একসঙ্গে।

জানা যায়, ছবিটি জম্মু-কাশ্মীরের, যেখানে এক মুসলিম পুলিশ সদস্য বসে নামাজ পড়ছেন, অন্যদিকে তার পাশে দাঁড়িয়ে কড়া নজরদারিতে ব্যস্ত এক হিন্দু সেনা। এই ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে।

chardike-ad

অনেকেই সেখানে মন্তব্য করেন, এই দেশের নাগরিক হতে পেরে তারা গর্বিত। অনেকে আবার জানান, এটাই আসল ভারতবর্ষ। এই ছবি বলিউড তারকারাও শেয়ার করতে শুরু করেছেন।

তবে এর আগেও এই সৌহার্দ্যর ছবি বার বার দেখা গেছে ভারতে। এর আগে পবিত্র ঈদে ভারত-পাকিস্তান সীমান্তে মিষ্টি আদান-প্রদান করতেও দেখা গেছে। সীমান্ত নিয়ে সমস্যা থাকলেও দুই দেশে ঈদ জমজমাট ভাবে পালন করা হয়ে থাকে।