Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় চুরির অপরাধে এক বাংলাদেশী গ্রেফতার

স্বর্ণ এবং মোবাইল ফোন চুরির দায়ে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে কোরিয়ার পুলিশ। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের সাহা এলাকার একটি বড় মার্টের স্বর্ণের দোকান থেকে ১কোটি ৭০লাখ উওন মুল্যের (প্রায় ১৫ হাজার ২০০ ডলার) স্বর্ণ চুরির পর পুলিশ তাকে গ্রেফতার করে।

gold
চুরি হওয়া স্বর্ণ

পুলিশ জানায়, ৩২ বছর বয়সী এই বাংলাদেশী ঐ মার্টের স্বর্ণ বিক্রির অংশে দ্বায়িত্বে থাকা কর্মী লাঞ্চের জন্য গেলে চাবি নিয়ে ডিসপ্লেতে থাকা স্বর্ণগুলো নিয়ে পালিয়ে যান।

chardike-ad

এর আগে এই ব্যক্তি সাসাং এলাকার একটি মার্ট থেকে প্রায় ৩০টি মোবাইল (মুল্যমান প্রায় ৩৮ হাজার ডলার) চুরি করে।

পুলিশ সিসিটিভির মাধ্যমে ঐ ব্যক্তির গতিবিধি অনুসরণ করে তাকে ফ্যক্টরী থেকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এই বাংলাদেশী ২০১১ সালের জুলাই মাসে কাজ করতে কোরিয়া আসে। পুলিশ তার কাছ থেকে স্বর্ণ এবং ২৫টি মোবাইল উদ্ধার করে।