ডেস্ক রিপোর্টঃ ২০০৯ সালের পর থেকে ক্রমান্বয়ে ডিভোর্সের হার কমছে বলে জানিয়েছে কোরিয়ার সরকারী প্রতিষ্টান পরিসংখ্যান কোরিয়া। ২০১১ সালে কোরিয়ায় ডিভোর্সের পরিমান ছিল ১১৪৩০০ যা ২০১০ সালের চেয়ে ২৬০০কম। পরিসংখ্যান কোরিয়ার তথ্য অনুযায়ী, ২০০৩ সালে কোরিয়ায় সর্বোচ্চ পরিমাণ ডিভোর্স হয় যার পরিমাণ ছিল ১৬৬০০০।
এছাডা কোরিয়াতে বিয়ে করার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্টানটি। ২০১১ সালে প্রায় ৩২৯১০০ জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে যা আগের বছরের চেয়ে ৩হাজার বেশি। তবে একই সময়ে বিদেশি বিয়ে করার প্রবণতা কিছুটা কমেছে। গত বছরে কোরিয়ান পুরুষ এবং নারী উভয় মিলিয়ে ২৯৭০০জন বিদেশীকে বিয়ে করে যা আগের বছরের তুলনায় ৪৫০০জন কম। বিদেশী বিয়ে করার ক্ষেত্রে কোরিয়ান পুরুষদের ভিয়েতনামী নারীদেরকেই বেশি বিয়ে করতে দেখা যায় এবং যার পরেই চায়নিজ ও ফিলিফিনিদের অবস্থান। অন্যদিকে কোরিয়ান নারীরা সবচেয়ে বেশি বিয়ে করেছেন চায়নিজদের, তারপরেই জাপানিজ এবং আমেরিকানদের অবস্থান।