Search
Close this search box.
Search
Close this search box.

আরও এক উপদেষ্টাকে বিদায় করলেন ট্রাম্প

trumpশন স্পাইসার, রেইন্স প্রিবাস ও স্টিভ ব্যাননের পর আরও একজন ঘনিষ্ঠ সহযোগীকে হোয়াইট হাউস থেকে বিদায় করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ‘চাকরি হারানো’ প্রভাবশালী ওই ব্যক্তি হলেন হোয়াইট হাউসের কাউন্টার টেররিজম উপদেষ্টা সিবাস্টিয়ান গোর্কা।

হোয়াইট হাউসের একটি সূত্র সিএনএনকে বলেছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গোর্কাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। ওই সূত্র বলেছে, গোর্কাকে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে আর কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে না। অবশ্য এ বিষয়ে গোর্কা এখনো মুখ খোলেননি।

chardike-ad

সিবাস্টিয়ান গোর্কা নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের পরিচালন কৌশল নির্ধারণে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, গোর্কা তাঁদের অন্যতম।

চরম ডানপন্থী অনলাইন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট ডট কমের সাবেক প্রতিরক্ষা সম্পাদক গোর্কা ‘ইসলামি সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে তুমুল সোচ্চার ছিলেন। এ কারণেই ট্রাম্প তাঁকে সহযোগী হিসেবে বেছে নেন বলে মনে করা হয়।