Search
Close this search box.
Search
Close this search box.

দ.কোরীয় সীমান্তে সাঁতাররত ব্যক্তিকে গুলি করে হত্যা

১৭ সেপ্টেম্বর, সিউল:

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সোমবার সীমান্তবর্তী নদীতে সাঁতার কাটা অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।দেশটির কর্মকর্তারা জানান, সৈনিকদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই ব্যক্তি ইমজিন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে গেলে তাকে গুলি করা হয়। সিউলের উত্তরের পাজু সীমান্তে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

chardike-ad

১৯৫০ সালের যুদ্ধের পর থেকে দুই কোরিয়ার মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। ওই সময়ের যুদ্ধবিরতির পর প্রকাশ্যে এই সীমান্ত পার হওয়ার ঘটনা প্রায় বিরল।

imagesইয়নহাপ সংবাদ সংস্থা সিউল কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, সৈন্যরা প্রথমে ফাঁকা গুলির আওয়াজ দিয়ে তাকে সতর্ক করে। কিন্তু লোকটি সৈনিকদের আদেশ অমান্য করে নদীতে ঝাঁপ দিলে গুলি করতে বাধ্য হয়।

এই হত্যার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন ৮০০ শতাধিক দক্ষিণ কোরিয়ার নাগরিক উত্তর এবং দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত উত্তর কোরিয়ার কায়েসংয়ে অবস্থিত শিল্প কমপ্লেক্সে কাজে যোগ দেওয়া নিয়ে দুদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে। সূত্রঃ আরটিএনএন