Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে ভয়াবহ জবাব দেয়া হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

matiesমার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, তার দেশের জন্য যেকোনো ধরনের হুমকি সৃষ্টি হলে সামিরকভাবে উত্তর কোরিয়াকে ভয়াবহ জবাব দেয়া হবে। গতকাল (রোববার) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি একটি লিখিত বিবৃতি পড়ে শোনান।

বিবৃতিতে ম্যাটিস বলেন, “গোয়াম দ্বীপসহ মার্কিন ভূখণ্ড কিংবা আমাদের মিত্রদের প্রতি হুমকি দেখা দিলে তার ভয়াবহ জবাব দেয়া হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঐক্যবদ্ধ বক্তব্যের প্রতি গুরুত্ব দেয়া উচিত। সব সদস্য উত্তর কোরিয়ার হুমকির বিষয়ে একমত এবং তারা সবাই কোরিয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে ঐকমত্য পোষণ করে। কারণ আমরা চাই না কোনো দেশ বিশেষ করে উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাক।”

chardike-ad

জেমস ম্যাটিস বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর সহায়তায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেশকিছু সামরিক অপশন নিয়ে চিন্তা করছেন। এ বিষয়ে ট্রাম্প নিজেই ব্রিফ করতে আগ্রহী বলেও জানান ম্যাটিস। গতকাল উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বললেন।